এমপি মোস্তাফিজকে আত্মসমর্পণের নির্দেশ’

Slider টপ নিউজ বাংলার আদালত

18141_ee

 

উপজেলা নির্বাচনী কর্মকর্তাকে মারধরের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর আগাম জামিনের আবেদন নাকচ করেছে হাইকোর্ট। একইসঙ্গে ওই এমপিকে আগামী ২০শে জুনের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে। আজ বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আমির হোসেনের হাইকোর্ট  বেঞ্চ এই আদেশ দেয়। মামলা হওয়ার নয় দিন পর ঢাকায় উচ্চ আদালতে হাজির হয়ে আগাম জামিনের এই আবেদন করেছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মোস্তাফিজ। তার পক্ষে শুনানি করেন  জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবীর। তিনি বলেন, আদালত আগাম জামিনের আবেদন খারিজ করে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘ফর্দ অনুযায়ী’  ভোটগ্রহণ কর্মকর্তা ‘নিয়োগ না দেয়ায়’ ১লা জুন এমপি মোস্তাফিজ ও তার লোকজন ইউএনও কার্যালয়ে ডেকে নিয়ে উপজেলা নির্বাচনী কর্মকর্তা জাহিদুল ইসলামকে মারধর করেন। গত ৩রা জুন বাঁশখালী উপজেলা নির্বাচনী কর্মকর্তা জাহিদুল ইসলাম বাঁশখালী থানায় এমপি ম্স্তোাফিজের বিরুদ্ধে ওই মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *