‘গুপ্তহত্যাকারীদের দমনে সরকার জিরো টলারেন্সে আছে’

Slider জাতীয়

17837_karim

 

 

 

 

 

গুপ্তহত্যাকারীদের দমনে আওয়ামী লীগ সরকার জিরো টলারেন্সে আছে বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। শুক্রবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত ঘোষণাপত্র উপকমিটির বৈঠকে শেখ সেলিম এ মন্তব্য করেন। তিনি বলেন, যখন দেশে ৯৩ দিনব্যাপী পেট্রলবোমা মেরেছিল বিএনপি-জামায়াত, তখন সরকার জনগণের সাহায্য নিয়ে সন্ত্রাসী কর্মকা- বন্ধ করেছিল। আমরা আবার জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই জঙ্গি সন্ত্রাসীদের ধরিয়ে দিতে আমাদের অতীতের মতো সহযোগিতা করুন। আপনাদের নিয়েই আমরা অতিসত্বর জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। তাই আমরা আশা করি, জনগণের সাহায্য নিয়ে অতিসত্বর এ ধরনের ঘটনা বন্ধ হবে। আওয়ামী লীগের এই নেতা বলেন, গুপ্তহত্যা করে কি সরকার পতন ঘটানো যাবে? এ রকম গুপ্তহত্যা দেশে নকশাল, সিরাজ শিকদারেরাও করেছিল, কিন্তু তারা সরকারের পতন ঘটাতে পারেনি। এখন তাদের অস্তিত্বও নেই। এ অপরাজনীতি যারা করছে, তারা হয়তো ক্ষণিকের জন্য মানুষের মনে ভয়ভীতি ছড়াতে পারছে। তাদের দমন করার জন্য আমাদের সরকার জিরো টলারেন্স আছে। এ ঘটনায় যে হোক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি খালেদা জিয়ার কোনো লিংক থাকলে, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। ঘোষণাপত্র উপকমিটির আহ্বায়ক বলেন, ভিশন-২০২১ ও রূপকল্প-২০৪১ বাস্তবায়নে আওয়ামী লীগের ঘোষণাপত্র আরও পরিবর্ধন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *