পুকুর চুরি নয় সাগর চুরি হয়েছে- অর্থমন্ত্রী

Slider অর্থ ও বাণিজ্য

5476_muhit

 

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতে যে মাত্রায় লুটপাট হয়েছে তাকে সাগর চুরির সঙ্গে তুলনা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মঙ্গলবার জাতীয় সংসদে স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজীর এক বক্তব্যের প্রেক্ষিতে তিনি এ কথা বলেন। আর্থিক খাতের অনিয়মের কথা স্বীকার করে অর্থমন্ত্রী বলেন, এখানে অনেক দোষ-ত্রুটি হয়েছে বটে। কিছু কিছু ক্ষেত্রে লুটপাট হয়েছে। ফরাজী সাহেবের সাথে আমিও বলতে চাই, পুকুর চুরি নয়, সাগর চুরি হয়েছে। সংসদে ২০১৫-১৬ সালের সম্পূরক বাজেটের ওপর বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যদের দেওয়া ছাঁটাই প্রস্তাবের আলোচনায় এ বিষয়ে কথা বলেন অর্থমন্ত্রী। তিনি ব্যাংক খাতের জন্য ২৩৮ কোটি দুই লাখ ৪৪ হাজার টাকা বেশি বরাদ্দের পক্ষে বললে এর বিরোধিতা করেন  রুস্তম আলী ফরাজী। ডেসটিনি ও হলমার্ক কেলেঙ্কারির পাশাপাশি সা¤প্রতিক রিজার্ভ চুরির প্রসঙ্গে টেনে স্বতন্ত্র এই সংসদ সদস্য বলেন, ব্যাংক খাত থেকে টাকা চুরি হয়ে গেছে। সব ব্যাংকের একই অবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *