মৌচাক মার্কেট বন্ধ করতে হাইকোর্টের নির্দেশ

Slider বাংলার আদালত

 

2016_06_06_16_52_58_NoOtLzB6gsLfcV0Srm0xNtlU23vSov_original

 

 

 

 

ঢাকা : ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় রাজধানীর মৌচাক মার্কেটের সকল দোকনপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোতাহার হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

এ ভবনটি সংস্কারের নির্দেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং দোকান খালি করতে কেন কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হবে না- তা জানতে চাওয়া হয় রুলে।

পরে আদালত থেকে বেরিয়ে মোখলেসুর রহমান বলেন, ‘বুয়েটের প্রতিবেদনের আলোকে সংস্কার করা বা বিল্ডিং কোড অনুসারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সক্ষমতা সনদ না পাওয়া পর্যন্ত এসব দোকান বন্ধ রাখতে হবে।’

আদালত গৃহায়ন ও গণপূর্ত সচিব এবং রাজউক কর্তৃপক্ষকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছেন।

মামলার বিবরণে জানা যায়, বুয়েটের সুপারিশের পরিপ্রেক্ষিতে গত ২ মে রাজউক মৌচাক মার্কেট কর্তৃপক্ষকে একটি চিঠি দেন। যাতে ঝুঁকির কথা জানিয়ে দোকান খালি করে ভবনটি সংস্কার করতে বলা হয়।

এর বৈধতা চ্যালেঞ্জ করে ভবন মালিক আশরাফ কামাল পাশা হাইকোর্টে রিট আবেদন করেন।

মধ্যবিত্তের জনপ্রিয় বিপণী বিতান মৌচাক মার্কেটে এক হাজারের বেশি বিভিন্ন পণ্যের দোকান রয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *