বাসচাপায় ২ অটোরিকশা যাত্রী নিহত

Slider জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড ও বেলতলীর মাঝামাঝি তামজিদ সিএনজি ফিলিং স্টেশনের সামনে ইকোনো নামের একটি বাসের চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুই যাত্রী।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টায় বেলতলী থেকে অটোরিকশাযোগে উল্টো পথে পদুয়ার বাজার বিশ্বরোড যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের কিছমত মেম্বার বাড়ির জয়নাল আবেদীন (৪০) ও পার্শ্ববর্তী হোসেনপুর গ্রামের জামাই ইমাম হোসেন।

জানা গেছে, আজ বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ইকোনো পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বাসটি কুমিল্লার পদুয়ার বাজার ফ্লাইওভারের কাছে এলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। একই সঙ্গে আহত হন আরও দুজন।

এ বিষয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি আবুল চন্দ্র জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনা কবলিত বাসটিকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *