রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় ইয়াকুব আলী মাষ্টার টাওয়ারে ৩য় তলায় গাজীপুর জেলার বড় মোবাইল মার্কেট উদ্বোধন করা হয়েছে।
৩জুন বাদ আছর কেন্দ্রীয় উলামাদলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এস.এম রহুল আমিন এই মার্কেট উদ্বোধন করেন।
ইয়াকুব আলী মাষ্টার টাওয়ারের মালিক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ শহীদের সভাপতিত্বে ওয়ালটন মোবাইল জোনের পরিচালক আব্দুল অজিজের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজ উদ্দিন কইয়া,যুব দলের জেলা সাধারণ সম্পাদক শেখ আব্দুল রাজ্জাক,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মোসলেম মৃধা, ড্যাবের যুগ্ম-মহাসচিব ডা. রফিকুল ইসলাম বাচ্চু, অপোর ডিলার আবুল বাসার সরকার, সানিমুন ইলেকট্রনিক্সের চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল মামুন প্রমুখ।