জামালপুর: দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নে ভোট গ্রহণকালে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে পুলিশসহ অন্তত ২০ জন। এ ঘটনায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়।
শনিবার সকালে বাহাদুরাবাদ ইউনিয়নের ফুটারচর এবতেদায়ি মাদরাসা কেন্দ্রে ওই সংঘর্ষ হয়।
নিহতরা হলেন- দেওয়ানগঞ্জের কুতুবেরচর গ্রামের নুরুল ইসলামের ছেলে জিয়াউর রহমান (৩৬), শেখপাড়ারা আফজাল হোসেনের ছেলে আব্দুল মাজেদ (১৬) এবং আমজাদ হোসেনের ছেলে নূর ইসলাম (৫২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ফুটারচর এবতেদায়ি মাদরাসা কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই করাকে কেন্দ্রে করে বাহাদুরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী সাকিবুজ্জামান রাখাল ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহজাহানের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ তাদের বাধা দেয় ও নিয়ন্ত্রণের চেষ্টা করে। এসময় দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে পুলিশের ওপর হামলা চালানো হয়।
এতে পাঁচ পুলিশসহ আহত হয় অন্তত ২০ জন। পুলিশ ৫০ রাউন্ডের মতো শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জামালগঞ্জের পুলিশ সুপার (এসপি) নিজাম উদ্দিন সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সংঘর্ষের পর ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।