শনিবার আসছে – “গাজীপুরের প্রথম প্রতিরোধকারীরা কেমন আছেন-১!”

Slider গ্রাম বাংলা টপ নিউজ ঢাকা ফুলজান বিবির বাংলা বাংলার মুখোমুখি বাধ ভাঙ্গা মত সামাজিক যোগাযোগ সঙ্গী

একটি ছোট ছেলের হাতে পতাকা

 

 

ঢাকা অফিস: বাংলাদেশের গুরুত্বপূর্ন জেলা গুলোর মধ্যে গাজীপুর একটি অন্যতম গুরুত্বপূর্ন জেলা। শিল্প রাজধানী হিসেবেখ্যাত এই জেলা পর্যটনের জন্যও একটি ভাল অধিক্ষেত্র। মহান মুক্তিযুদ্ধের সূতিকাঘার গাজীপুর, প্রথম প্রতিরোধ য়ুদ্ধস্থল। এই জেলার সাহসী নাগরিকেরা কেমন আছেন, কেমন জীবন যাপন করছেন, তা নিয়ে গ্রামবাংলানিউজটোয়েন্টিফোরডটকম অনুসন্ধানী  ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করবে। একই ধরণের ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ হবে বাংলাদেশের প্রতিটি জেলা ও দেশের বাইরের বিভিন্ন দেশ নিয়ে।

গাজীপুর জেলা নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব প্রকাশ হবে  শনিবার।  “গাজীপুরের প্রথম প্রতিরোধকারীরা কেমন আছেন “ শিরোনামে।

আমাদের নতুন নতুন অজানা তথ্য তুলে আনতে গাজীপুরে ইতোমধ্যে কাজ করছেন গ্রামবাংলার কর্মীরা। ব্যাতিক্রমী এ সব খবর জানতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। আমরা আসছি আপানদের মাঝে।

আমরা আছি অনলাইনে- http://grambanglanews24.com/

আমরা আছি ফেইসবুকে–https://web.facebook.com/grambanglanews24/?fref=nf

আমরা আছি টুইটে–https://twitter.com/grambanglanews

আমরা আছি গুগলে–https://plus.google.com/112596757858385282

এ ছাড়াও অন্যান্য এ্যাপসেও আমরা উপস্থিত।

আপনাদের নিকট স্পর্শকাতর কোন তথ্য থাকলে প্রমানসহ পাঠিয়ে দিন এই ঠিনাকায়- [email protected]

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *