ফের পেছালো এইচএসসি’র স্থগিত পরীক্ষা

Slider শিক্ষা

 

 

 

15314_hsc

 

 

 

 

 

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র কারণে ২২ মের এইচএসসি পরীক্ষা পিছিয়ে ২৭ মে নেয়া হয়। এখন ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে ২৭ মের পরীক্ষাও পেছানো হলো। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ওই দিনের এইচএসসি ও ডিআইবিএস (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) পরীক্ষা ১২ই জুন রবিবার অনুষ্ঠিত হবে। সকালের পরীক্ষা ১০টায় ও বিকেলের পরীক্ষা ২টায় শুরু হবে। মঙ্গলবার সরকারি এক তথ্য বিবরণীতে পরীক্ষা পেছানোর কথা জানানো হয়। আগামী ২৮শে মে পঞ্চম ধাপে ৭৩৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বলা হয়েছে, ‘অনিবার্য কারণে’ ২৭ মে অনুষ্ঠেয় এইচএসসি ও ডিআইবিএস পরীক্ষাগুলো ১২ জুন অনুষ্ঠিত হবে। এখন ১২ জুন সকালের পালায় অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল দ্বিতীয়পত্র, লঘু সংগীত (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, নাট্যকলা (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল দ্বিতীয় পত্র (ডিআইবিএস) বিষয়ের পরীক্ষা হবে। রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা), ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-১), ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-২), ইতিহাস দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-১), ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-২), গৃহ-ব্যবস্থাপনা ও শিশুবর্ধন এবং পারিবারিক সম্পর্ক (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র পরীক্ষা হবে বিকালের পালায়। এই পরীক্ষাগুলো গত ২২ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় রোয়ানুতে উপকূলীয় এলাকা ক্ষতিগ্রস্থ হওয়ায় তা ২৭ জুন পিছিয়ে দেওয়া হয়েছিল। এখন ১২ জুন নতুন তারিখ হল। জামায়াতে ইসলামীর হরতালের কারণে চলতি এইচএসসির দুই দিনের পরীক্ষা এর আগে পিছিয়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *