পরপর তিন বার ভূমিকম্পে কেঁপে উছেছে চীনের স্বায়ত্ত্বশাসিত অঞ্চল তিব্বত।
বাংলাদেশ সময় রোববার সকাল ৭টা ৩২ ও ৭টা ৪৮ মিনিটে হিমালয় সংলগ্ন জিয়াংগায় এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৩। তিব্বতের জিয়াংগায় শহর ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। কম্পনের তীব্রতা মাঝারি মাপের হলেও তা বেশকিছু সময় স্থায়ী ছিল। পরে শেলকারে অনুভূত ভূমিকম্পও ৫ দশমিক ১ মাত্রার ছিল। তিনটি ভূমিকম্পেরই উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে।
তবে এই দুই এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।