নিখোঁজ বিমানটি বিধ্বস্ত হয়েছে

Slider সারাবিশ্ব
paris_213243
প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে নিখোঁজ হওয়া মিসরের বিমান পরিবহন সংস্থা ইজিপ্টএয়ারের বিমানটি সাগরে বিধ্বস্ত হয়েছে।

ইজিপ্টএয়ার কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার বিকেলে এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ হওয়া ফ্লাইট এমএস৮০৪-এ ৫৬ জন যাত্রী ও ১০ জন ক্রু ছিলেন।

এরআগে ফ্লাইটটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল থেকে নিখোঁজ হওয়ার সময় বিমানটি ভূমি থেকে ৩৭ হাজার ফুট উচ্চতায় অবস্থান করছিল।

এক কর্মকর্তা জানিয়েছেন, মিসরের রাজধানী কায়রোর স্থানীয় সময় বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে ফ্লাইট এমএস৮০৪-এর সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ইজিপ্টএয়ার জানিয়েছে, মিসরের আকাশসীমায় প্রবেশের পর আরও প্রায় ১০ মাইল পথ অতিক্রমের পর বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়েছে।

তারা জানায়, বিষয়টি ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং উদ্ধারকারী কয়েকটি দল এরই মধ্যে বিমানটির খোঁজে অভিযানে নেমেছে। বিমানটির সন্ধানে গ্রিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে তৎপরতা চালানো হচ্ছে।

এ বিষয়ে আরও তথ্য পাওয়া মাত্রই তা সবাইকে জানিয়ে দেওয়া হবে বলে বিমান সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে বিশ্বব্যাপী যাত্রীবাহী ফ্লাইটের গতিপথ অনুসরণকারী ফ্লাইটরাডার টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, নিখোঁজ বিমানটি এ৩২০ মডেলের একটি এয়ারবাস।

বিমানটি বুধবার স্থানীয় সময় রাত ১১টা ৯ মিনিটে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে যাত্রা শুরু করে। বৃহস্পতিবার মিসরের স্থানীয় সময় রাত ৩টায় কায়রোতে অবতরণের কথা ছিল বিমানটির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *