ভোলা: ভোলার মনপুরায় মেঘনা নদীতে মাছ ধরা ট্রলারে হামলা চালিয়ে দুই জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে ডাকাতরা। জেলেদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করছে তারা। এতে মেঘনায় মাছ ধরা অন্যান্য জেলেদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
বুধবার (১৮ মে) ভোরে মেঘনার মৌলভীর চর এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত জেলেরা হলেন, হালিম (৩৩) ও প্রতাব মাঝি (৩৫)। তারা মনপুরা উপজেলার কলাতলীর চর এলাকার বাসিন্দা।
স্থানীয় জেলেরা জানান, প্রতাব ও হালিম মাঝিসহ অন্যরা মেঘনায় মাছ শিকার করছিলেন। ভোরে একদল ডাকাত ওই ট্রলারে হামলা করে অস্ত্রের মুখে ওই দু’জনকে জিম্মি করে নিয়ে যায়। পরে ডাকাতরা অপহৃতদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করছে। এতে অন্যান্য জেলেদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এ ঘটনায় মদদ দিচ্ছে দস্যু ইউসুফ, কৃষ্ণ ও খোকন।
এ ব্যাপারে মনপুরা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ডাকাতির খবর পুলিশকে কেউ জানায়নি। তবে এ ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।