বুলু-শিমুলসহ বিএনপির ২৯ নেতাকর্মীর নামে গ্রেপ্তারি পরোয়ানা

Slider বাংলার আদালত

2016_05_18_14_11_16_AnJNawT301Hwss0auwfdpDmQTr0eYz_original

 

 

 

 

ঢাকা : বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, জয়নুল আবদীন ফারুক, শামসুর রহমান ওরফে শিমুল বিশ্বাসসহ ২৯ জনের বিরুদ্ধে নাশকতার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার পল্টন থানায় দায়ের হওয়া [মামলা নং-৫(১)১৫] ওই মামলার চার্জশিট আমলে নিয়ে পলাতক ওই আসামিদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা।

মামলাটিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আসামি। তিনিসহ ২৪ জন আসামি জামিনে রয়েছেন।

গত ১৪ ফেব্রুয়ারি মামলাটিতে পল্টন থানার এসআই বিবেকানন্দ দেবনাথ ঢাকা সিএমএম আদালতে মির্জা ফখরুলসহ ৫৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় সম্প্রতি মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। সে অনুযায়ী বুধবার মামলার চার্জশিট বিচারের জন্য আমলে নিয়ে চার্জশিটে পলাতক দেখানো এবং জামিন গ্রহণ না করা ২৯ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলার উল্লেযোগ্য অপর আসামিদের মধ্যে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আমান উল্লাহ আমান, শহীন উদ্দিন চৌধুরী এ্যানী, শামসুজ্জামান দুদু, শামসুর রহমান ওরফে শিমুল বিশ্বাস, আব্দুল আওয়াল মিন্টু, সুলতান সালাহ উদ্দিন টুকু, ডা. এজেডএম জাহিদ হোসেন, আব্দুস সালাম, শফিউল বারী বাবু, সাইফুল ইসলাম নিরব, খায়রুল কবির খোকন, ইসহাক সরকার, রাজিব আহসান, মীর শরাফাত সফু ও আনভির আদিল বাবু।

মামলার এজাহারে বলা হয়, ২০১৫ সালের ৫ জানুয়ারি পল্টন থানাধীন হোটেল বকশির সামনে ঢাকা মেট্টো- হ-১১-২৭৩৫ নামক মিনিবাসে আসামিরা ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। ওই ঘটনায় মির্জা ফখরুলসহ ৫১ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ওই থানার এসআই মনিবুর রহমান সুজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *