গাজীপুরে গার্মেন্ট শ্রমিক নেত্রী লাকি গ্রেপ্তার

Slider জাতীয়

 

2015_11_10_13_29_37_6MuQ2jvQkTDnIRvJM0nGOHAH9Q4Fzq_original

 

 

 

 

 

গাজীপুরে একটি পোশাক কারখানার শ্রমিক নেত্রী তানিয়া খাতুন লাকিকে কারখানা কর্মকর্তার দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে নগরের বড়বাড়ি এলাকার তার বাসা থেকে গ্রেপ্তার করে জয়দেবপুর থানা পুলিশ। রোববার দিবগত রাত সাড়ে ১১টায় গ্রেপ্তার করে নেয়া হয় থানায় নেয়া হয়েছে। জয়দেবপুর থানার ডিউটি অফিসার এসআই মাহবুব হাসান জানান, তানিয়া খাতুন লাকির নামে মামলা থাকায় মামলার আইও এসআই আসওয়াদুর রহমান তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এসআই আসওয়াদুর রহমান সাংবাদিকদের জানান, গত ২২ ফেব্রুয়ারি নগরের বোর্ডবাজার এলাকায় অবস্থিত ডিউ ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানায় ওই কারখানার কর্মরত শ্রমিক নেত্রী তানিয়া খাতুন লাকিসহ (২৬) শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে কারখানার প্রশাসনিক কর্মকর্তা রবিউল আলমকে মারপিট করে এবং তার মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেন। এ ঘটনায় রবিউল আলম বাদী হয়ে ওইদিন জয়দেবপুর থানায় একটি মামলা (মামলা নম্বর ১২৬/০২-১৬) দায়ের করেন। কারখানার মোট ৩০ জন শ্রমিকের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো কয়েকজন শ্রমিককেও আসামি করা হয়। মামলার প্রথম আসামি হলেন- তানিয়া খাতুন লাকি। এঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। কারখানা খুলে দেওয়ার দাবিতে আজ সোমবার তাদের আন্দোলনের কর্মসূচি ছিল। পূর্বঘোষিত কর্মসূচিতে প্রভাব ফেলতেই লাকীকে গ্রেপ্তার করা হয়েছে বলে মনে করছেন তার সহকর্মী শ্রমিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *