নড়াইল: নড়াইলে কালবৈশাখী ঝড়ে ঘড় চাপা পড়ে ভাই-বোনসহ তিন শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২০ জন। গত রাতে সদর উপজেলার বেশ কয়েকটি গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া এ ঝড়ে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার বাগডাঙ্গা গ্রামের নাবেদ উদ্দিনের মেয়ে পিয়ারী খানম (১৪) ও ছেলে আলহাজ (৬) এবং রামসিদ্ধি গ্রামের শংকর বিশ্বাসের ১১ দিন বয়সী মেয়ে দিপালী। আহতদের নড়াইল ও খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।