নির্বাচনী সহিংসতায় নরসিংদী ও ঠাকুরগাঁয়ে নিহত ২

Slider জাতীয়
003_210602
চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের সময় নরসিংদী ও ঠাকুরগাঁয়ে সহিংসতায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

শনিবার পৃথক সময়ে এ ঘটনা ঘটে।

আমাদের নরসিংদী ও ঠাকুরগাঁও প্রতিনিধির পাঠানো খবর।

নরসিংদী: দুপুরে রায়পুর উপজেলার বাড়াতলি ইউনিয়নের মধ্যনগর কেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে আলী হোসেন (৫৫) নামে একজন নিহত হন। আহত হন অন্তত ৭ জন।

রায়পুর থানার ওসি আজহারুল ইসলাম একজন নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।

ঠাকুরগাঁও: জেলার বালিয়াডাঙ্গা উপজেলার পারিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কাওখালী দাখিল মাদ্রাসা কেন্দ্রে সদস্যপ্রার্থী মো. আলম ও রিয়াজ উদ্দিনের সমর্থকদের মধ্যে দুপুরে সংঘর্ষ ঘটে। এতে মাহবুব আলম (২৫) নামে একজন নিহত হন। আহত হন কমপক্ষে ১৩ জন।

বালিয়াডাঙ্গা থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *