চট্টগ্রাম : হাটহাজারী উপজেলার মীর্জাপুর ইউনিয়নে সরকার হাট এলাকায় শেষ মুহুর্তের ইউপি নির্বাচনী প্রচারণায় নৌকা প্রার্থীর এক সমর্থক দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। নিহত নুর এলাহী জুয়েল (৩৬) আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর নুরুল আবছারের সমর্থক ও স্থানীয় বাসিন্দা।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ বলেন, ‘সরকার হাটে শেষ মুহুর্তের ইউপি নির্বাচনী প্রচারণায় নৌকা প্রার্থীর নুর এলাহী জুয়েল নামে এক সমর্থক দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে রাত ১০টার দিকে গুলিবিদ্ধ হন। তাকে আহত অবস্থায় হাসপাতালে আনলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’
স্থানীয় সূত্র জানায়, মীর্জাপুর ইউনিয়নে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণা শেষে অাওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নুরুল আবছারের সমর্থকরা মিছিল নিয়ে ফেরার পথে নিজেদের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হয় নূর এলাহী। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠান।