নারী পাওয়া গেছে

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

66042_brazil woman

গ্রাম বাংলা ডেস্ক:এবার নারীস্থান কিছু সংখ্যক পুরুষের জন্য দরজা খুলে দিতে রাজি হয়েছে। তবে এই ঘোষণা শুনেই যদি আপনি ব্যাগ গোছাতে শুরু করেন, তবে ভুল করবেন। বেশ কিছু শর্ত নারীস্থানের বাসিন্দারা জুড়ে দিয়েছেন। সেগুলো পূরণ করতে পারলেই আপনি প্রবেশাধিকার পাবেন।
ব্রাজিলের নোইভা ডো করডিইরো শহর নারীস্থান নামে খ্যাত। এখানে কেবল নারীরাই বাস করেন। ছয় শতাধিক নারী আছেন সেখানে। তাদের বেশির ভাগের বয়সই ২০ থেকে ৩৫-এর মধ্যে।
তারা এবার কিছু সংখ্যাক ‘সৎ পাত্র’কে সেখানে বসবাসের সুযোগ দেবেন। তবে শর্ত হলো, তাদেরকে নারী শাসন মেনে চলতে হবে। জীবনের প্রতিটি ব্যাপারে নারীদের কথা শুনতে হবে। ব্যতিক্রম করলেই নাগরিকত্ব খতম।
নারীস্থানের বাসিন্দা রোসালি ফারনান্দেজ (৪৯) বলেন, অনেক কাজই পুরুষদের চেয়ে নারীরা ভালো পারে। আমাদের শহর অনেক বেশি সুন্দর, অনেক পরিকল্পিত, অনেক সম্প্রীতিপূর্ণ।
তিনি বলেন, সমস্যা দেখা দিলে, আমরা নারীসুলভভাবে সেগুলোর সমাধান করি। আমরা সঙ্ঘত নয়, সমঝোতার মাধ্যমে সমাধান করি। আমরা একে অপরের প্রতিযোগী নই, সহযোগী।
তবে পুুরুষ না থাকায় অনেকেই সমস্যা অনুভব করছেন। সেই অনুভব থেকেই এবার কিছু সংখ্যক তরুণকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তাদের অনেকে ইতোমধ্যেই বিয়ে করেছেন। তবে তাদের স্বামী এবং ১৮ বছরের বেশি বয়সের ছেলে সন্তানদের অবশ্যই বাড়ির বাইরে কাজ করতে হয়। কেবল সাপ্তাহিক ছুটির দিনগুলোতে তারা বাড়িতে থাকার সুযোগ পায়।
এই শহরের যাত্রা শুরু ১৮৯১ সালে। সমাজচ্যুৎ এক নারী মিনাস গেরাইস রাজ্যের পার্বত্য এলাকায় এই নগরীর সূচনা করেন। আশপাশের লোকদের অবাক করে দিয়ে এই শহরের জনসংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে।
সূত্র : ডেইলি মেইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *