গণপরিবহনে ‘হাফ ভাড়া’ কার্যকরে আজও সড়কে শিক্ষার্থীরা

Slider জাতীয়


গণপরিবহনে ‘হাফ ভাড়া’ কার্যকরের দাবিতে আজও রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এসময় তারা সব গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর করতে সরকারি প্রজ্ঞাপন জারির জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন।

আজ সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর বকশীবাজার মোড়ে হাফ ভাড়ার প্রজ্ঞাপন এবং ছাত্রী ও নারীদের জন্য অবাধ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করার দাবিতে সড়কে অবস্থান নেন ওই এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে অংশ নেয়া ইসমাঈল সম্রাট নামে এক শিক্ষার্থী বলেন, আমরা চাই অতিদ্রুত প্রজ্ঞাপন জারি করে শিক্ষার্থীদের জন্য সারাদেশের সব গণপরিবহনে অর্ধেক ভাড়া কার্যকর করা হোক। গণপরিবহনে লাগামহীন ভাড়া একজন শিক্ষার্থীর জন্য বোঝা। তিনি আরও বলেন, গণপরিবহনগুলোতে ছাত্রী ও নারীরা নানা হয়রানির শিকার হয়। এসব হয়রানি বন্ধ করতে হবে। তাদের জন্য অবাধ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে হবে।

সরকারিভাবে প্রজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের জন্য সারাদেশের সব গণপরিবহনে অর্ধেক ভাড়া কার্যকর করা এবং ছাত্রী ও নারীদের জন্য নিরাপদ যাত্রা নিশ্চিত করতে দুটি দাবি জানান তারা।

দাবি না মানলে ২৫ তারিখ সকালে আবার নীলক্ষেতে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তারা। পরে অবস্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নীলক্ষেতে যান শিক্ষার্থীরা। সেখানে গিয়ে আবারও সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে হাফ ভাড়া কার্যকরের দাবিতে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করেছেন বিভিন্ন কলেজ শিক্ষার্থীরা। অবরোধ কর্মসূচিতে সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজসহ আশেপাশের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

শিক্ষার্থীরা জানান, গতবারের সড়ক আন্দোলনে ও শিক্ষার্থীদের দাবি ছিল হাফ ভাড়া নিশ্চিত করা। কিন্তু দীর্ঘদিনেও তা বাস্তবায়ন হয়নি। প্রশাসন কালক্ষেপণ করছে। তাই আবারও সাধারণ শিক্ষার্থীরা সড়কে নেমেছে যেন তাদের এ দাবি আদায় হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *