চূড়ান্ত রায়েও নিজামীর ফাঁসি বহাল

Slider বাংলার আদালত

 

2016_03_16_14_28_15_RPqjVL67bDfMfAV98X5QuLtMvFmP2Z_original

 

 

 

 

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর চূড়ান্ত রায়েও মৃত্যুদণ্ড বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ বেলা সাড়ে ১১টায় প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন  বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মঙ্গলবার শুনানি শেষে ৫ই মে এ বিষয়ে রায় ঘোষণার দিন ধার্য করেন আপিল বিভাগ।

রিভিউয়ের রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকায় শেষ সুযোগ হিসেবে প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষার আবেদনের সুযোগ পাবেন নিজামী। যদি তিনি প্রাণভিক্ষার আবেদন না করেন কিংবা আবেদন করার পর তা নাকচ হয়ে যায়, তবে মৃত্যুদণ্ড কার্যকরে আর কোন বাধা থাকবে না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
এদিকে নিজামীর রায়কে ঘিরে আদালতপাড়ায় নিশ্চিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। র‌্যাব-পুলিশসহ সাদা পোশাকের বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রত্যেককেই মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করে আদালতে প্রবেশ করানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *