জুলহাজ মান্নানকে স্মরণ নিশার

Slider ফুলজান বিবির বাংলা সারাদেশ সারাবিশ্ব

12553_nesha

 

ঢাকায় সফররত মার্কিন কর্মকর্তা নিশা দেশাই বিসওয়াল আজ বিকালে দূতাবাসের নিজস্ব বৈঠকে অংশ নেন। এ সময় তিনি দূতাবাসের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সম্প্রতি ঢাকায় নিহত হওয়া দূতাবাসের সাবেক বাঙালি কর্মকর্তা জুলহাজ মানন্নানের বিষয়ে স্মৃতিচারণ করেন। এ বিষয়ে সন্ধ্যায় তিনি টুইটার বর্তা দিয়েছেন। তাতে লিখেছেন, ‘জালহাজ মাননান ছিলেন সাহসী ও ত্যাগী। তিনি যে চেতনার ধারক ছিলেন তা প্রতিষ্ঠার লক্ষে তার অবদান বেঁচে থাকবে’ #XulhayMannan embodied courage and selflessness and his legacy will live on in the causes he championed। ঢাকার উদ্দেশ্যে যাত্রার আগেও তিনি টুইটারে জানিয়েছিলেন, মার্কিন দূতাবাসের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি বাংলাদেশ সরকারের নেতৃবৃন্দ ও নাগরিক প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ আরোচনা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *