৪৬ জেলায় মটরসাইকেল চলাচলে বিধিনিষেধ

Slider জাতীয়

UP_Election1

 

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য ৪৬ জেলার ৭২৫ ইউপিতে চারদিন মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। আগামী শনিবার ওইসব ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, ”নির্বাচন উপলক্ষে অতীতে কতিপয় যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এবারো তাই করা হয়েছে। এ ক্ষেত্রে ভোটগ্রহণের পূর্ববর্তী তিন দিন আগে থেকে ভোটের দিন মধ্যরাত ১২টা পর্যন্ত মোটর সাইকেল চালানোর ওপর নিষেধাজ্ঞা রাখতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে বলা হয়েছে।” ইসির নির্দেশনা থেকে জানা যায়, ভোটের আগের দিন অর্থাৎ শুক্রবার মধ্যরাত থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত বেবী টেক্সি, অটোরিকশা, ইজিবাইক, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিক আপ, কার, বাস, ট্রাক, টেম্পো প্রভৃতি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সেই সঙ্গে ভোটগ্রহণের পূর্ববর্তী তিন দিন থেকে ভোটগ্রহণের দিন মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। নির্দেশনায় আরো বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলতা থাকবে। তাছাড়া নির্বাচনে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিকদের পরিচয়পত্র থাকতে হবে। এছাড়াও নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় মহাসড়ক (হাইওয়ে), বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে পারবেন। ইসির ঘোষণা অনুযায়ী চতুর্থ ধাপে ৭ মে ৭২৫, ৫ম ধাপে ২৮ মে ৭৩৩ ও ৬ষ্ঠ ধাপে ৪ জুন ৭২৪ ইউপিতে ভোট হওয়ার কথা রয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *