আন্দোলনের খবরই নেই, মানুষ সুখে আছে- যোগাযোগ মন্ত্রী

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

38750_obd
গ্রাম বাংলা ডেস্ক: দেশের মানুষ সুখে আছে তাই তারা বিএনপির আন্দোলনে সাড়া দিচ্ছে না। বিএনপি এই ঈদ, সেই ঈদ করে সময় কাটিয়ে দিচ্ছে অথচ আন্দোলনের কোন খবরই নেই। ওরা আন্দোলনের মাঠেই দাড়াতে পারবে না। সেই ইস্যু তাদের হাতে নেই।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদৎ বাষির্কী উপলক্ষে উপজেলা আওয়াম লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আন্দোলন করতে হলে রাজনৈতিকভাবে গণঅসন্তোষ দরকার। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার খাদ্য, বিদ্যুৎ ও রাস্তাঘাটের উন্নয়ন করেছেন। কোথাও কোনো গণঅসন্তোষ নেই। তাই বিএনপি আন্দোলনের ইস্যু খুঁজে পাচ্ছে না। ফলে আন্দোলনের নামে কালক্ষেপণ করছে।
মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সংরক্ষিত মহিলা আসনের এমপি আখতার জাহান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়াজ্জামান লিটন ও পবা-মোহনপুর আসনের এমপি আয়েন উদ্দিন। সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন কবিরাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *