তনু হত্যার বিচারের দাবিতে শাহবাগে সড়ক অবরোধ

Slider নারী ও শিশু বাংলার আদালত

11384_tonu

 

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে বাম সংগঠনগুলোর ডাকা অর্ধদিবস হরতালের শুরুতে রাজধানীর শাহবাগে মোড়ে সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ সকাল সাড়ে ৭টার দিকে প্রগতিশীল ছাত্রজোটের সমর্থনে প্রায় আড়াইশ শিক্ষার্থী শাহবাগে অবস্থান নেয়। তাদের অবরোধের কারণে চার রাস্তার কোনো দিকেই যান চলাচল করতে পারছে না। বিক্ষোভকারীরা হরতালের পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তনু হত্যার বিচার দাবি করছেন।
গত ২০শে মার্চ কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী ও নাট্যকর্মী তনুর লাশ ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকা থেকে উদ্ধার করা হয়। এরপর সারা দেশে প্রতিবাদের ঝড় উঠে। ২৫শে এপ্রিল অর্ধদিবস হরতালের ঘোষণা দেয় প্রগতিশীল ছাত্র  জোট এবং সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *