তৃতীয় ধাপে ইউপি নির্বাচন: নিহত-৩

Slider জাতীয়

112718_347

গ্রামবাংলা ডেস্ক:  ‍তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিন জন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে এই তথ্য জানানো হয়েছে।

ফরিদপুরে আ’লীগ প্রার্থীর ভাইকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের মধুখালী উপজেলায় নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মো. আতিয়ার রহমান (৫৫) বাঘাট ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. মতিয়ার রহমানের বড়ভাই।

চেয়ারম্যান পদপ্রার্থী মো. মতিয়ার রহমান বলেন, রাতে আতিয়ার রহমান বাগাট বাজারে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে কয়েকজন কর্মী-সমর্থকের সঙ্গে বসে গল্প করছিলেন। রাত সাড়ে ১১টার দিকে বিএনপি সমর্থিত প্রার্থী রহিম ফকিরের নেতৃত্বে ২০/২৫ জন লাঠিসোটা ও রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে।’

এ সময় ৫/৬ জন আহত হয়। আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আতিয়ারকে মৃত ঘোষণা করেন বলে জানান মতিয়ার।

ফরিদপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

এদিকে এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঢাকা-খুলনা মহাসগক অবরোধ করে রাখে। এতে উভয় প্রান্তে কয়েকশ যানবাহন আটকা পড়ে।

চাটমোহরে ভোট গণনা নিয়ে বিরোধ, গুলিতে নিহত ১

পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গণনা নিয়ে বিরোধের জের ধরে গুলিতে ইমদাদুল হক (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে তিনি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

পাবনার পুলিশ সুপার আলমগীর কবীর বলেন, ভোট গণনা শেষে একজন সদস্য প্রার্থী পুনরায় ভোট গণনার দাবি তুলেছিলেন। এ নিয়েই দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে ওই সদস্য প্রার্থীর সমর্থকদের ঝামেলা তৈরি হয়। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পেরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বাহী হাকিমের নির্দেশে ১১টি গুলি ছোড়েন।

এ ছাড়া  ভৈরবে পোস্টার লাগানো নিয়ে সংঘর্ষে আহত একজন গতরাতে মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *