গ্রাম বাংলা ডেস্ক: বিএনপি নেতাকর্মীদের নিজেদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে বর্তমান স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের পতন ঘটাতে হবে। নীতিমালার নামে মিডিয়া নিয়ন্ত্রণ করে সরকার বাকশাল কায়েম করতে চায়।
আজ বুধবার দুপুরে শহরের শ্রাবণী কমিউনিটি সেন্টার মিলনায়তনে মাগুরা জেলা বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগামী ৫ জানুয়ারির আগেই দুর্বার আন্দোলনের মাধ্যমে এ স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেত্রীত্বে সরকার গঠন করা হবে।
জেলা বিএনপির সভাপতি কবির মুরাদের সভাপতিত্বে অন্যদের মধ্য বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, বিএনপির আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী, ২০ দলীয় জোট ডেমোক্রেটিভ লীগ নেতা সাইফুদ্দিন আহমেদ মনি এবং এনপিপি’র ফরিদুজ্জামান ফরিদ, পৌর মেয়র ইকবাল আক্তার খান কাফুর, এলডিপি নেতা কামাল উদ্দিন মোস্তফা, জামায়াত নেতা এমবি বাকের প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে খুলনা বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেন, সরকার বিচারবিভাগকে সংসদ সদস্যদের আওতায় নিয়ে এসে নব্য বাকশালের জন্ম দেয়ার পায়তারা করছে।
কর্মীসমাবেশে জেলার তিন শতাধীক নেতাকর্মী উপস্থিত ছিলেন।