শীর্ষ নেতাদের সঙ্গে মঙ্গলবার রাতে বৈঠকে বসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রাত সাড়ে ৮টার দিকে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপিপন্থি সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার ও রিমান্ডে পাঠানো এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গাজীপুর সিটি করপোরেশনে মেয়র আব্দুল মান্নানকে ফের গ্রেফতার করে কারাগারে পাঠানোর পরিপ্রেক্ষিতে করণীয় ঠিক করতে এই বৈঠক ডেকেছেন খালেদা জিয়া।
বৈঠকে স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ ঢাকায় অবস্থানরত দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।