বাড়িভাড়া বেশি, দিতে পারছি না

Slider সারাবিশ্ব

07

 

 

বাড়িভাড়া বেশি। কমাতে হবে। সাধারণ মানুষের মতো এই দাবি ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও কংগ্রেসের বর্তমান সভানেত্রী সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রেরও। ১৪ বছর আগে তত্কালীন বাজপেয়ি সরকারের কাছে বাড়িভাড়া বেশি বলে অভিযোগ করেছিলেন প্রিয়াঙ্কা। দিল্লির লুটেনের দুই হাজার ৭৬৫ বর্গমিটারের যে বাড়িতে প্রিয়াঙ্কা থাকতেন, সেটির মাসিক ভাড়া ছিল ৫৩ হাজার ৪২১ রুপি। খবর টিএনএন’র। এখন লোদি স্টেটের যে বাড়িতে প্রিয়াঙ্কা বসবাস করেন এর ভাড়া ৩১ হাজার ৩০০ রুপি। নিরাপত্তার কারণে লোদি স্টেটে প্রিয়াঙ্কা ও আরও তিনজনকে সরকারিভাবে বিশেষ আবাসন দেওয়া হয়েছে। ওই স্টেটে প্রিয়াঙ্কার সঙ্গে পাঞ্জাবের সাবেক ডিজিপি কে পি এস গিল, অল ইন্ডিয়ার সন্ত্রাস দমন ফ্রন্টের প্রধান এম এস বিত্তা ও পাঞ্জাবের হিন্দি সংবাদ পোর্টাল পাঞ্জাব কেসারির সম্পাদক অশ্বিনী কুমারেরও থাকার ব্যবস্থা করা হয়। ২০১২ সালে কুমার ওই বাড়ি ছেড়ে দেন। ২০০২ সালের ৭ মে প্রিয়াঙ্কা সরকারের কাছে অভিযোগ করেন, ৫৩ হাজার ৪২১ রুপি বাড়িভাড়া খুবই বেশি। এটি তার আর্থিক সামর্থ্যের বাইরে। প্রিয়াঙ্কা এও বলেন, ভারতের বিশেষ সুরক্ষা দলের (এসপিজি) অনুরোধে তিনি ওই বাংলোয় থাকেন। বাংলোর বড় একটা অংশ এসপিজি ব্যবহার করে বলেও তিনি জানান। প্রিয়াঙ্কা অনুরোধ করেন, তিনি আগে যে বাড়িতে ভাড়া থাকতেন, এর ভাড়া প্রতি মাসে ২৮ হাজার ৪৫১ রুপি ছিল। তিনি ৫৩ হাজার ৪২১-এর বদলে প্রতি মাসে ওই ভাড়াই দিতে চান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *