তুরুস্কে যাচ্ছে ১০ শিশু শিল্পী

Slider বিনোদন ও মিডিয়া

 

 

2016_04_16_01_54_50_vo9xnGJm7squFlQTAOgVB0222Bdur2_original

 

 

 

 

 

ঢাকা: তুরস্কের আনাতোলিয়া সিটিতে অনুষ্ঠেয় ৩৮তম আন্তর্জাতিক শিশুদের ফেস্টিভ্যালে যোগ দিচ্ছে বাংলাদেশ শিশু একাডেমি থেকে ১০ সদস্য বিশিষ্ট একটি শিশু সাংস্কৃতিক দল।

আগামী ১৭ এপ্রিল সকাল সোয়া ৬টায় তুর্কি এয়ারলাইন্সের একটি বিমান যোগে ঢাকা ত্যাগ করবে তারা।

বাংলাদেশ শিশু সাংস্কৃতিক দলের শিল্পীরা হলো- ফেনীর মিছা বিনতে সাহেদ, মোহনা মেহজাবিন, ঢাকার জাফরিনা তাবাসসুম, রাজিয়া সুলতানা, সিফাত ইসলাম, আভিয়াজ খান রাফি, চট্টগ্রামের মৈত্রী চৌধূরী,  কিশোরগঞ্জ এর রাহনুমা রাতুল সহসা।

সাংস্কৃতিক দলটিতে দলনেতা হিসেবে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক মোশাররফ হোসেন। এছাড়া দলে ম্যানেজার হিসেবে আছেন বাংলাদেশ শিশু একাডেমির প্রশাসনিক কর্মকর্তা মোসাম্মদ নাসরীন আক্তার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *