করোনা ভাইরাস : পলাশে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যপক উদ্যোগ পুলিশের

Slider জাতীয় বাংলার মুখোমুখি


বিল্লাল হোসেন, পলাশ প্রতিনিধি : করোনা ভাইরাস আতংকে চাউল, পিয়াজসহ অন্যান্য নিত্য প্রয়োজনিয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বাজার পরিদর্শন করেছে পলাশ থানা পুলিশ।

শুক্রবার (২০ মার্চ) সকালে উপজেলার খানেপুর বাজার, ঘোড়াশাল বাজার পরিদর্শন করেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন, থানার সেকেন্ড অফিসার একে আজাদ, ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জহিরুল আলম, এসআই হামিদ, কাউন্সিলর কবির হোসেন, ঘোড়াশাল বাজার সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। গত কয়েকদিন ধরে করোনা ভাইরাসকে উপলক্ষ্য করে উপজেলার বাজারগুলোতে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির খবর পাওয়া যায়। কিছু অসাধু ব্যবসায়ীরা চাউল, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি করে। এতে বাজারে ক্রেতারা অসহায় হয়ে পড়েছে এমনই অভিযোগ পাওয়া যায়। এমন পরিস্থিতিতে পলাশ থানা পুলিশ শুক্রবার বাজার পরিদর্শনে আসে। তাদের উপস্থিতি টের পেয়ে বাজারে ব্যবসায়ীরা স্থিতিশীল মূল্যে দ্রব্য বিক্রি শুরু করে।

বাজার পরিদর্শনের সময় পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন ব্যবসায়ী ও ক্রেতাদের উদ্দেশ্য বলেন, নরসিংদী জেলায় চাউল, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের যথেষ্ট মজুদ রয়েছে। এখানে দ্রব্যমূল্য বৃদ্ধির কোন সুযোগ নেই। করোনা ভাইরাস আতংকে ব্যবসায়ীরা বেশি দামে এসব নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি করা থেকে বিরত থাকবেন। ক্রেতারা কোন অবস্থাতেই প্রয়োজনের অতিরিক্ত দ্রব্য ক্রয় করা থেকে বিরত থাকবেন। তিনি আরো বলেন, করোনা ভাইরাসে আতংকিত না হয়ে সচেতন হতে হবে সবাইকে। পলাশে দ্রবমূল্যের বাজার স্থিতিশীল রাখতে উপজেলার অন্যান্য বাজার পরিদর্শন অব্যাহত থাকবে। এদিকে আজ পলাশ বাসস্ট্যান্ড এলাকার মসজিদে জুমার নামাজের পূর্বে করোনা ভাইরাস প্রতিরোধে মসজিদের ইমাম ও মুসল্লীদের সামনে সচেতনামূলক বক্তব্য রাখেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *