‘মশাল নিয়ে ইসির সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট’

Slider জাতীয়

 

9904_r-8

 

 

 

 

 

 

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের নির্বাচনী প্রতীক মশাল হাসানুল হক ইনু ও শিরীন আখতার নেতৃত্বাধীন অংশের হাতে দেয়ার সিদ্ধান্তকে পক্ষপাতদুষ্ট ও ন্যায়বিচারের পরিপন্থি বলে মন্তব্য করেছেন শরীফ নূরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধান নেতৃত্বাধীন অপর অংশ।

এক যুক্ত বিবৃতিতে তারা বলেছেন, নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত অপ্রত্যাশিত, অসময়োচিত এবং দায়িত্বশীলতার পরিচায়ক নয় বলে আমরা মনে করি। এতে আরও বলায়, সিদ্ধান্ত নিতে আরও তথ্য-উপাত্ত প্রয়োজন হতে পারে বলে শুনানিতে নির্বাচন কমিশন জানিয়েছিল।

চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোন পক্ষ মশাল পাবে সে সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল রিটার্নিং কর্মকর্তাদের। এমতাবস্থায়, নির্বাচন কমিশনের আকস্মিক এ সিদ্ধান্ত জাসদকে বিভক্ত করাকেই প্রকারান্তরে এগিয়ে নিয়ে গেছে, যা তাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *