ধানের দাম নিয়ে সমস্যা দ্রুত সমাধান করা হবে : কৃষিমন্ত্রী

Slider সারাদেশ

ঢাকা: দেশে ধানের দাম নিয়ে যে সমস্যা হয়েছে তা দ্রুতই সমাধান করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। ক্ষেতে কৃষকরা আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্রসঙ্গে তিনি বলেন, দু’একজন ভাবাবেগে আগুন দিয়েছে, সারা দেশে দিচ্ছে না।

আজ শনিবার রাজধানীর আইডিইবি মিলনায়তনে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (বিসিজেএফ) আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন: কৃষিখাতের চ্যালেঞ্জ’ নিয়ে সেমিনারে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

ধানের দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাৎক্ষণিক সমাধান হচ্ছে, যদি ধান রপ্তানিতে যাই। রপ্তানিতে যাওয়ার চেষ্টা করবো। হারভেস্ট হয়ে গেলে সিদ্ধান্ত নেব। এ সমস্যার সমাধান করবো। উৎপাদন বৃদ্ধি, মিল মালিকেরা আমন চাল বিক্রি করতে পারেনি বলে দাম কম।

তিনি আরো বলেন, এ মুহূর্তে ধান কিনে দাম বাড়ানোর সুযোগ সরকারের হাতে নেই। প্রধানমন্ত্রীকে বিষয়টি জানানো হয়েছে। এটা নিয়ে তিনি খুবই চিন্তিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *