ইরাকে পৃথক বোমা হামলায় নিহত ৪২

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

64823_kikuk-iraq-attack
গ্রাম বাংলা ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদ ও উত্তরাঞ্চলীয় শহর কিরকুকে দুটি বোমা হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন। মাত্র এক দিন আগে একটি সুন্নি মসজিদে সশস্ত্র শিয়াদের হামলায় ৭২ জনের মৃত্যুর পর এ ঘটনা ঘটলো।

কিরকুকের ডেপুটি পুলিশ প্রধান তারহান আবদেল রহমান জানান, কিরকুকের একটি জনবহুল এলাকায় পরপর তিনটি বোমা বিস্ফোরণ ঘটে। এতে ৩১ জন নিহত ও বহু লোক আহত হয়।
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হঠাৎ করেই কয়েকটি গাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে।

এদিকে বাগদাদে একটি গোয়েন্দা দফতরের সামনে আত্মঘাতি হামলায় ৬ সাধারণ নাগরিক ও ৫ নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এসময় আরো ২৪ জন আহত হন বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

এ ঘটনা এমন সময়ে ঘটলো, যখন দেশটির পার্লামেন্টের স্পিকার সালিম আল জাবৌরি গত শুক্রবার মসজিদে হামলায় ৭২ জন নিহত হওয়ার ঘটনায় গোয়েন্দা কর্মকর্তা ও আইন প্রণেতাদের সমন্বয়ে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন। দুই দিনের মধ্যে এ কমিটি রিপোর্ট প্রদান করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *