চলন্ত বাস থেকে বাবাকে ফেলে মেয়েকে অপহরণের পর হত্যা

Slider বিচিত্র

আশুলিয়ায় একটি চলন্ত বাস থেকে বাবাকে ফেলে মেয়েকে অপহরণের পর হত্যা করে মহাসড়কের পাশে মরদেহ ফেলে রেখে পালিয়ে গেছেন সেই বাসের চালক ও তার সহযোগীরা।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের মরাগাঙ্গ এলাকা থেকে পুলিশ মেয়েটির মরদেহ উদ্ধার করে।

নিহতের নাম জরিনা খাতুন (৪৫)। তিনি সিরাজগঞ্জের চৌহালী এলাকার আকবর আলী মণ্ডলের মেয়ে।
পুলিশ জানায়, জরিনা তার বাবাকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বাসে করে স্বামীর বাড়ি টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন। এসময় বাসচালক, হেলপার ও সুপারভাইজারসহ কয়েকজনের সঙ্গে তাদের বাকবিতণ্ডতা হয়। রাত ৮টার দিকে আশুলিয়া ব্রিজের নিচে আকবর আলীকে চলন্ত বাস থেকে ফেলে দেন চালকের লোকজন। আকবর আলী বিষয়টি পুলিশকে জানান। পরে টহল পুলিশের একটি দল খুঁজতে খুঁজতে পাশের মরাগাঙ্গ এলাকায় মহাসড়কের পাশে তার মেয়ের মরদেহ দেখতে পায়।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জাবেদ মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের মেয়ের জামাই নুর ইসলাম বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *