জাতীয় পার্টি গৃহপালিত বিরোধী দল: এরশাদ

Slider রাজনীতি

file

 

জাতীয় পার্টি গৃহপালিত বিরোধী দল। একথা নিজ মুখে স্বীকার করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত বিরোধীদল পরবর্তীতে ক্ষমতায় আসে। কিন্তু আমরা প্রকৃত বিরোধী দল হতে পারিনি। হয়েছি গৃহপালিত বিরোধী দল। যদি প্রকৃত বিরোধী দল হতে পারতাম তবে আমরাও ক্ষমতায় আসতাম। মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীর জাপা চেয়ারম্যান নিজ কার্যালয়ে কাউন্সিল পূর্ববর্তী প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন। এরশাদ বলেন,  বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ দলের চেয়ারম্যান হতে চাইলে আমার কোনো আপত্তি নেই। তিনি চাইলে আমি দলীয় গঠনতন্ত্র অনুসারে তা লিখে দিয়ে দিতে রাজি আছি। কিন্তু আমি চাই, যাতে দলে কোনো বিভক্তি না থাকে। তিনি আরও বলেন, ৫ই জানুয়ারি সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষায় নির্বাচন হয়েছে তা আমরা স্বীকার করি। কিন্তু এখন দেশে কি হচ্ছে তা কি সংবিধান মেতাবেক হচ্ছে? সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক এম মাসুদা রশিদ চৌধুরী, এস এম ফয়সল চিশতী, সৈয়দ আবু হোসেন বাবলা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *