বোরো ক্ষেতে নেগ ব্লাস্ট

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি

 

download (1)

 

 

 

 

রংপুর: বোরো ক্ষেতে নেগ ব্লাস্ট রোগ দেখা দেয়ায় চলতি মৌসুমের বোরো ধান ঘরে তোলা নিয়ে সংশয়ে পড়েছেন চাষীরা। ছত্রাক জাতীয় এ রোগে আক্রান্ত বোরো ক্ষেত দেখে হতাশায় ভুগছেন তারা। যেন মাথায় বাজ পড়েছে তাদের।

রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড়রাজারামপুর, মহাজিদপুর ও রায়পুর ইউনিয়নের নখারপাড়া গ্রামসহ বেশ কয়েকটি এলাকায় বোরো ক্ষেতে নেগ ব্লাস্ট রোগের আক্রমণ দেখা গেছে। একরের পর একর জমির ধান গাছ এ রোগের কারণে নষ্ট হয়ে যাচ্ছে।

বড়রাজারামপুর গ্রামের কৃষক বাবু মিয়া আব্দুর রহিম ও বাবলু মিয়া জানান, সকালে রোগের আক্রমণ শুরু হলে বিকেলেই পুরো ক্ষেতের সম্পূর্ণ শীষ শুকিয়ে সাদা হয়ে যায়। বোরো ক্ষেত রক্ষার্থে নানা ধরনের কীটনাশক প্রয়োগ করেও তারা সুফল পাচ্ছে না। দিনের পর দিন এ রোগ সংক্রমিত হওয়ায় আক্রান্ত জমির পরিমাণ বাড়ছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সমীর চন্দ্র ঘোষ জানান, এরই মধ্যে বেশ কয়েকটি এলাকায় এ রোগ দেখা দিয়েছে। নেগ ব্লাস্ট এক প্রকার ছত্রাক জাতীয় রোগ। এ রোগে আক্রান্ত ধানের বীজ থেকে বোরো চাষ করলে সেই জমিতেও এ রোগ দেখা দিতে পারে। বৈরি প্রকৃতির আবহাওয়ায় এ রোগ সংক্রমিত হবার সম্ভাবনা বেশি থাকে বলেও জানান তিনি।

এদিকে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা এরই মধ্যে নেগ ব্লাস্ট রোগ প্রতিরোধে চাষীদের পরামর্শ দিয়ে আসছেন বলে জানা গেছে।

কৃষকরা জানান, হেপ্টাকোনাজল এবং কপি কোনাজল প্রয়োগ করলে ছত্রাক জাতীয় এ রোগ বিনষ্ট হয়। তবে ক্ষতির পরিমাণ বেশি হওয়ায় শঙ্কা মুক্ত হতে পারছেন না তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *