গ্রাম বাংলা ডেস্ক: বিএনপিকে একটি ‘সন্ত্রাসী দল’ আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আজ শুক্রবার তার ফেসবুক পেইজে লিখেছেন, ‘আমি বার বারই বলে এসেছি, বিএনপি হলো সন্ত্রাসীদের দল। তাদের বিচারের সম্মুখীন করা প্রয়োজন।’
২১ আগস্টের হামলার পরিকল্পনা তারেক রহমানের কার্যালয়ে খালেদা জিয়ার রাজনৈতিক সচিবের উপস্থিতিতে হয়েছিল অভিযোগ করে তিনি বলেন, ‘বাঙালি জাতি এবং আমার পরিবারের ইতিহাসে আগস্ট একটি অন্ধকার মাস। ১৫ আগস্ট তারা হত্যা করেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ১৭ আগস্ট তারা দেশের ৫০০ স্থানে একই সময়ে বোমা হামলার মাধ্যমে পুরো জাতির উপর আক্রমণ চালিয়েছে।
এসব হামলার সঙ্গে জড়িতদের বিএনপি রা করার চেষ্টা করেছে অভিযোগ করে প্রধানমন্ত্রী জয় বলেন, ‘তারা ১৫ আগস্টের খুনিদেরকে ইনডেমনিটির মাধ্যমে ছেড়ে দিয়েছে এবং বিদেশে চাকরি দেয়ার মাধ্যমে পুরস্কৃত করেছে।’
২০০৪ সালের ২১ অগাস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ ২৪ জন।