কলকাতা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর নামে চেয়ার প্রফেসর পদ

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

37802_catt
গ্রাম বাংলা ডেস্ক: কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শেখ মুজিবর রহমানের নামে একটি চেয়ার প্রফেসর পদ চালু হচ্ছে। বঙ্গবন্ধুর ৩৯তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গত বৃহষ্পতিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বারভাঙ্গা হলে আয়োজিত এক অনুষ্ঠানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি সুরঞ্জন দাস এ তথ্য জানান। তিনি বলেন, শেখ মুজিবর রহমানের নামে একটি চেয়ার প্রফেসর পদ চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি আরও জানিয়েছেন, বাংলাদেশ সরকার এবং কলকাতা বিশ্ববিদ্যালয় যৌথভাবে আর্থিক অনুদান দিয়ে পদটি চালু করা হবে। অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের উপহাইকমিশনার আবিদা ইসলাম এই ঘোষণাকে স্বাগত জানান। ভিসি এই চেয়ার তৈরি সম্পর্কে জানাতে গিয়ে বলেন যে, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ সম্পর্কে গবেষণা ও পঠন পাঠনই এই চেয়ার চালু করার প্রধান উদ্দেশ্য। বাংলাদেশ স্টাডিজ সেন্টার তৈরি করার কথাও ভাবা হচ্ছে বলে জানান তিনি। এদিনের অনুষ্ঠানে বঙ্গবন্ধু সম্পর্কে বক্তব্য রাখেন সাবেক এমপি কৃষ্ণা বসু, অধ্যাপক অমিয় চৌধুরি, অধ্যাপক জয়ন্ত কুমার রায়, অধ্যাপক সন্দীপ দাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *