চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মওদুদ

Slider লাইফস্টাইল সারাদেশ

8590_Untitled-1

 

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে সিঙ্গাপুর নেয়া হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন তিনি। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন।  মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারী মো. সুজন মানবজমিনকে জানান, গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করেন মওদুদ আহমদ। এরপর তাকে দ্রুত রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ চারদিনে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায়  সোমবার দুপুরে তাকে বাসায় নিয়ে আসা হয়। উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার সকালে তাকে সিঙ্গাপুর নেয়া হয়। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাকে ভর্তি করা হবে। এছাড়া শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করাবেন। তিনি আরও জানান, মওদুদ আহমদ শ্বাসকষ্টের পাশাপাশি ঠাণ্ডাজনিত সমস্যায়ও ভুগছেন। তবে তিনি এখন অনেকটা আশঙ্কামুক্ত। এদিকে উন্নত চিকিৎসার জন্য শিগগিরই দেশের বাইরে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য তরিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *