অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে চায় ইইউ

Slider অর্থ ও বাণিজ্য গ্রাম বাংলা জাতীয়

8570_f6

 

ভিসার মেয়াদ উত্তীর্ণসহ বিভিন্নভাবে অবৈধ হয়ে পড়া ইউরোপে বসবাসকারী ৮০ হাজার বাংলাদেশিকে দেশে ফেরত আনতে অনুরোধ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করে এ অনুরোধ জানান ইইউ’র ডেপুটি সেক্রেটারি জেনারেল ক্রিশ্চিয়ান লেফলার। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে ওই অভিবাসীদের তালিকা পাঠানোর জন্য অনুরোধ করেন। তালিকা পেলে তা যাচাই-বাছাই করে ব্যবস্থা নেয়া হবে বলে প্রতিনিধি দলকে জানান মন্ত্রী। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলাদেশে আড়াই লাখ রোহিঙ্গা ও দুই লাখ রিফিউজি আছে। আমরা তাদের ফেরত পাঠাতে ইউরোপীয় ইউনিয়নের কাছে সহায়তা চেয়েছি। তারা বলেছে, মিয়ানমার গেলে তারা এ বিষয়টি দেখবে। ইইউ প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *