গাজীপুরের একটি বাসা থেকে ২০টি ককটেল ও ৩টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক ফরিদ উদ্দীন ও সোহেল নামের অপর একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল করিম জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নগরের জয়দেবপুরের ভোগড়া এলাকার ফরিদ উদ্দীনের বাসায় স্থানীয় ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করে। এ সময় দুজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরো যাচাই বাছাইয়ের পর তাদের ব্যাবস্থা নেয়া হবে।