সাধারণ মানুষকে অবহেলা নয়: প্রধানমন্ত্রী

Slider জাতীয়
hasina00_202983
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের যারা কর্মকর্তা আছেন তাদের জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষকে অবহেলা করা চলবে না।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ৬০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে হবে। বিশ্ব এগিয়ে যাচ্ছে। সেদিকে লক্ষ্য রেখেই আমাদেরও এগিয়ে যেতে হবে।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য শেখ হাসিনা বলেন, আপনারা লেখাপড়ার দিকে একটু বেশি নজর দেবেন। পড়ালেখার বয়স নেই। নতুন প্রজন্ম অনেক মেধাবী। এখন অনেক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আপনারা প্রযুক্তির সুযোগ গ্রহণ করবেন। সেটা কাজিয়ে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়া যায় কিভাবে সেই দিকে দৃষ্টি দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *