এখন সারাদেশে হাওয়া ভবন-এরশাদ

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

63457_Ershad Photo--------------19.08.2014
গ্রাম বাংলা ডেস্ক: বিএনপি জোট সরকারের আমলে দেশে একটি মত্র হাওয়া ভবন ছিল কিন্তু এখন দেশের সর্বত্র হাওয়া ভবন ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

বুধবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির নবনির্বাচিত আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা এমপি ও সদস্য সচিব জহিরুল আলম রুবেলের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, ঘুষ-দুর্নীতিতে এখন দেশ ছেয়ে পড়েছে। এটা থেকে জনগণ মুক্তি চায়।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, যদি জনগণের মাঝে বেঁচে থাকতে চান তবে দেশ থেকে ঘুষ-দুর্নীতি বন্ধ করুন।

প্রধানমন্ত্রীর বিশেষ এ দূত বলেন, এ সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। দুর্নীতি ও লুটপাট সর্বত্র ছড়িয়ে পড়েছে। দেশের আইনের শাসন নেই। জনগণের জানমালের নিরাপত্তা নেই। দলীয়করণের কারণে অযোগ্য কর্মকর্তা-কর্মচারী দিয়ে প্রশাসন চলছে। সেখানে আজ যোগ্যদের ঠাঁই নেই।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, একটা দল আন্দোলনের ঘোষণা দিয়েছে। কিন্তু তাদের রাস্তায় দেখি না। পত্র-পত্রিকায় ও টিভিতে শুধু তাদের বক্তব্য-বিবৃতি দেখি। তাই বিএনপির ভাইদের বলছি, জামায়াত থেকে বের হয়ে আমাদের দলে যোগ দিন। জাতীয় পার্টি প্রকৃত জাতীয়তাবাদী শক্তি।

ইউনাইটেড হাসপাতালের সমালোচনা করে তিনি বলেন, কিছুদিন আগে হাসপাতালে টাকার জন্য লাশ আটকে রাখা হয়। এটা ন্যাক্কারজনক ঘটনা। কিছু হলে প্রাইভেট হাসপাতালগুলোতে গেলে আগে আইসিইউতে ভর্তি করা হয়, অহেতুক অক্সিজেন দিয়ে বিল বাড়ায়। সরকার এটা দেখে না।

তিনি আরও বলেন, আজ আমাদের দেশের মানুষ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছে। কিন্তু আমরা বিদেশে যেতে চাই না। দেশে চিকিৎসাসেবা নিশ্চিত করুন।

দেশের প্রাইভেট ক্লিনিকগুলো এখন গোয়াল ঘরে পরিণত হয়েছে। দেশের স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে। তাই জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে মানুষকে বাঁচতে দেওয়ার আহ্বান জানান এরশাদ।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী সাইফুদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- পার্টির প্রেসিডিয়াম সদস্য পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *