শ্রীপুরে ইউপি নির্বাচনে আচরণবিধি লংঘণের হিড়িক!

Slider জাতীয়

2 Gazipur
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ৮টি ইউনিয়নের নির্বাচন হতে যাচ্ছে আগামী ২৩এপ্রিল ২০১৬,নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত প্রার্থীরা শুরু থেকে আচরণবিধি লংঘনে মেতে উঠেছে।
উপজেলার নির্বাচনী বিভিন্ন এলাকা সরেজমিনে গিয়ে দেখা যায়,আওয়ামীলীগের মনোনিত প্রার্থীরা মাইকিং,বাজারে বাজারে সভা সমাবেশ করতে দেখা যায়।
উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার বাসস্ট্যান্ডে ৩০মার্চ বুধবার বিকাল সাড়ে পাঁচ টার দিকে গাজীপুর ইউনিয়নের আওয়ামীলীগের মনোনিত প্রার্থীর পÿে স্থানীয় নেতা কর্মীরা মহা সড়ক অবরোধ করে পথসভা করেন। এর আগে  নৌকার মিছিল নিয়ে জৈনাবাজারের বিভিন্ন সড়ক ঘুরে এসে বাসস্ট্যান্ডে ৪৫মিনিটের একটি পথসভা করেন।
শ্রীপুর উপজেলা নির্বাচনী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান,প্রতীক পাওয়ার আগে কোনো প্রার্থী মিটিং, মিছিল,সভা সমাবেশ ও কোনো ধরনের প্রচারনা চালাতে পারবে না। যদি কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি লংঘণ করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *