রাশিয়ায় বিধ্বস্ত বিমানের ৬১ জনই মারা গেছেন

Slider সারাবিশ্ব
1_200511
রাশিয়ায় বিধ্বস্ত হওয়া বিমানটিতে থাকা সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার রাতে ফ্লাই দুবাইয়ের উড়োজাহাজটি রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রুস্তভ-অন-দন শহরে বিধ্বস্ত হয়। এতে ৫৫ জন আরোহী ও ছয়জন ক্রু ছিলেন।

ওই অঞ্চলের প্রশাসক একটি টেলিভিশনকে জানিয়েছেন, নিহতদের অধিকাংশই রাশিয়ান।

দুবাই থেকে আসা বোয়িং ৭৩৮ উড়োজাহাজটি রাত ৩টা ৫০ মিনিটে রানওয়েতে অবতরণের সময় দুর্ঘটনায় কবলিত হয়।

বিবিসি বলছে,  দুর্ঘটনা কারণ স্পষ্ট নয়। তবে ঝোড়ো বাতাসসহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

উড্ডয়নের পর বিমানে আগুন লেগে বা অন্য কোনো কারণে বিস্ফোরণের ফলে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিবিসি জানায়, শতাধিক উদ্ধারকর্মী দুর্ঘটনাস্থলে পৌঁছে তৎপরতা শুরু করেছেন।

এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নিহত যাত্রীদের মধ্যে তিনজন বিদেশি বলে ধারণা করা হচ্ছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *