ঢাকা: রাজধানীর দারুস সালাম এলাকা থেকে অস্ত্র এবং ফেনসিডিলসহ পাঁচ মাদক বিক্রেতাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের সদস্যরা।
বৃহস্পতিবার (১৭ মার্চ) ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের (দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার মাশরুকুর রহামান খালেদ এ তথ্য জানান।
আটক ব্যক্তিরা হলেন মামুন, লিটন, আরিফ, সুমন ও কাশেম।
তিনি বলেন, দারুস সালাম এলাকা থেকে বুধবার (১৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে ১ হাজার ৪শ’ বোতল ফেনসিডিল, ২ রাউন্ড গুলি এবং একটি পিস্তল পাওয়া যায়। তাদের ব্যবহৃত প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক চক্রের সদস্য স্বীকার করেছে। স্বীকারোক্তি অনুযায়ী তাদের নামে দারুস সালাম থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে, জানান খালেদ।