হজে যাওয়ার পথে ১৪ ফিলিস্তিনি নিহত

Slider সারাবিশ্ব

 

2016_03_17_10_24_20_S5PeIHCBjSapne9n6971DK0eeswj3m_original

 

 

 

 

ঢাকা: জর্দানে এক বাস দুর্ঘটনায় বুধবার ১৪ ফিলিস্তিনি হজযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৬ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাসযাত্রীরা ওমরাহ পালনের জন্য মক্কায় যাচ্ছিলেন বলে ‘দ্য টাইমস অব ইসরায়েল’ পত্রিকা জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে ও্ই দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে জর্দানের সিভিল ডিফেন্স কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, রাজধানী আম্মান থেকে ৩২০ কিলোমিটার দূরের সড়কে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে যায়।

ফিলিস্তিনিদের ওই দলটি উমরাহ করার জন্য সৌদি আরব যাওয়ার পথে ওই দুর্ঘটনার শিকার হন। পৃথিবীর নানা প্রান্ত থেকে লাখ লাখ মানুষ হজ ও ওমরাহ পালনের জন্য মক্কায় সফর করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *