বেশি আয় করা পছন্দ নারীদের

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

apu

গ্রাম বাংলা ডেস্ক: নারীদের কেমন বর পছন্দ? এ নিয়ে যুগ যুগ ধরে নানান গবেষণা হয়েছে। কোনো গবেষণা বলেছে ‘নারীদের সুদর্শন বর পছন্দ’ আবার কোনোটির ফলাফল ‘ব্যক্তিত্ব সম্পন্ন বর নারীদের পছন্দ’।

এ ফলাফল বাস্তবে কতটা সত্যি হয় বা হচ্ছে- তা নিয়ে অবশ্য কোনো গবেষণা হয়নি।

কিন্তু নারীদের পছন্দের ‘বর’ নিয়ে গবেষণা থেমে থাকেনি। এবার নতুন এক তথ্য দিয়েছে আরেকটি গবেষণা।
নতুন ওই গবেষণায় বলা হয়েছে, জাকজমকভাবে জীবনযাপন করাতে পারবে- এমন বরই বেশি পছন্দ নারীদের।

নিউজিল্যান্ডের ‘এলিট সিঙ্গেলস’ নামক একটি সংস্থার গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।

গবেষণার ফলাফলে বলা হয়েছে, বেশিরভাগ নারী সেই সব পুরুষদের বিয়ে করতে চান না যাদের রোজগার ওই নারীর চেয়ে কম। ৭০ শতাংশ নারীই স্বীকার করেছেন, টাকাটা বিবাহ পরবর্তী জীবনের জন্য সব চেয়ে দরকারি।

সংস্থার সমীক্ষায় দেখা গেছে, সংসারের মূল উপার্জনকারী পুরুষের প্রতি একজন নারীর আকর্ষণ আজও অটুট।

ওটাগো বিশ্ববিদ্যালয়ের জেন্ডার স্টাডিজের অধ্যাপক ক্রিস বিকেল বলেন, বর্তমান সমাজে স্বামী-স্ত্রী দু’জনের উপার্জনে সংসার চললেও পুরুষসঙ্গীকেই বেশি উপার্জন করতে হবে। নারীদের মধ্যে এই মানসিকতা এখনও রয়েছে।

তবে তিনি আরো বলছেন, পুরোপুরি সংসারে মন দেয়া ও সন্তান প্রতিপালনের মানসিকতার কারণেই সম্ভবত নারীরা এমনটা ভেবে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *