টিকিটপ্রত্যাশীদের ওপর ‘পুলিশি হামলা’য় বিএনপির ক্ষোভ

Slider রাজনীতি

 

 

2016_03_06_13_19_11_h2Ug5AmXqPvlhHLnIqQUv7UVG6R9YI_original

 

 

 

 

ঢাকা : মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এশিয়া কাপ ফাইনাল ক্রিকেট খেলা দেখার জন্য গতকাল টিকেট প্রত্যাশীরা টিকেট না পেয়ে বিক্ষুব্ধ হয়ে উঠলে পুলিশ বিনা উসকানিতে ক্রীড়ামোদী মানুষের ওপর ‘বেপরোয়া আক্রমণ’-এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে বিএনপি।

রোববার সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

পুলিশি আক্রমণে অসংখ্য মানুষ আহত হয়েছেন অভিযোগ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘টিকেট প্রত্যাশীদের আন্তরিকভাবে বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবহিত না করে তাদের ওপর ব্যাপক লাঠিচার্জ ও নির্বিচারে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ যে নিষ্ঠুর আচরণ করেছে তা নজীরবিহীন।’

আরো বলা হয়, ‘বাংলাদেশ যে একটা অমানবিক পুলিশী রাষ্ট্র তা আবারো গতকালের ঘটনায় প্রমাণ হল। ক্ষমতার মোহে মোহাচ্ছন্ন বর্তমান ভোটারবিহীন সরকারের টিকে থাকার ভিত্তি হচ্ছে লাঠি ও বন্দুক, জনগণের সমর্থন নয়। আর সেজন্যই জনতার ভিড় দেখলেই ভয়ে গুলি আর লাঠি চালাতে তারা দ্বিধা করে না। জনগণ আজ নিজ দেশে পরবাসী হয়ে পড়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *