রিয়াদে অনলাইন এক্টিভিস্টদের জমকালো ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাবিশ্ব

IMG-20140814-WA0001-1
আমীন মোহাম্মদ
সৌদি আরব ব্যুরোচীফ
রিয়াদঃ সৌদি আরব প্রবাসী অনলাইন এক্টিভিস্ট ফোরামের উদ্যোগের এক জমকালো ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার রাজধানী রিয়াদের আজিজিয়ায় একটি কমিউনিটি সেন্টারে  অনুষ্ঠিত হয়।

অনলাইন এক্টিভিস্ট মামুনুর রশীদ ও আব্দুল হালিম নিহনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ও অনলাইন এক্টিভিস্ট মোহাম্মদ আল আমীন।

সম্মিলিতভাবে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, রিয়াদের স্বনামধন্য ব্যান্ড দল এসবিএফ’র পৃষ্ঠপোষক আব্দুল ওয়াহেদ খান বকুল, এসবিএফ’র চেয়ারম্যান কাকন বকুল, লন্ডন প্রবাসী বাংলাদেশি আবুল খায়ের বাচ্চু, অনলাইন এক্টিভিস্ট নুরুল আনোয়ার, আব্দুল্লাহ ফারুক, জহির উদ্দিন মনির, আসিফ মাহমুদ আপেল, সাইফুল অপূর্ব এবং খাইরুল ইসলাম রতন প্রমুখ।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ আল আমীন বলেন, “যে অনলাইন এক্টিভিস্ট ফোরামের উদ্যোগে আমরা আজ এখানে একত্রিত হয়েছি, এই অনলাইন এক্টিভিস্ট ফোরাম নতুন এক প্রবাস উপহার দিতে সক্ষম হবে যা বিশ্ববাসী অবাক চোখে দেখবে”।  বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব প্রবাসীদের সুখ-দুঃখ, হাসি-কান্না, সফলতা  লেখনির মাধ্যমের বিশ্ববাসীর কাছে তুলে ধরবে এই অনলাইন এক্টিভিস্ট ফোরাম।

অন্যান্য বক্তাদের বক্তৃতায় ঈদ শুভেচ্ছা বিনিময়ের পরপরই উঠে আসে, সম্প্রতি একটি বেসরকারী টেলিভিশনে প্রচারিত নাটক “সিকান্দার বক্সের হাওয়াই গাড়ী”তে সৌদি প্রবাসীদের কটুক্তি করে ব্যঙ্গাত্তক ডায়ালগের কথা। এসময় সকল বক্তাই নাটকটির পরিচালককে একজন বিবেকহীন নাট্যকার হিসেবে মন্তব্য করেন। এবং একই সাথে ভবিষ্যতে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার জন্য পরামর্শ দেন।

বক্তব্যের পরপরই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান যাতে ছিলো, একক নৃত্য, দলীয় নৃত্য, লাননগীতি, কবিতা আবৃতি, আধুনিক এবং দেশের গানসহ নানান আয়োজন।

সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই আবু জাফর ওবায়েদ উল্লাহ্‌র “কোন এক মাকে” কবিতা আবৃত্তি করে ক্ষুদে শিল্পি রোদেলা, এরপর ফাগুনেরই মোহনায় গান পরিবেশন করে আরেক ক্ষুদে শিল্পী ছোট ইলমা, গানটির পর যৌথ নৃত্য পরিবেশন করে দুই ক্ষুদে শিল্পী দিপাঙ্কি দাস ও অনি দাস।

নৃত্যের পরে শুরু হয় কবিতা আবৃত্তি, সলিল চৌধুরীর শপথ কবিতা আবৃত্তি করেন, মামুনুর রশীদ, নির্মলেন্দু গুনের “আমি হয়তো মানুষ নই” আবৃত্তি করেন আব্দুল হালিম এবং আবু জাফর ওবায়েদ উল্লার “আমি কিং বদন্তির কথা বলছি” আবৃত্তি করেন সাইফুল ইসলাম।

মধ্যরাত থেকে ভোর পর্যন্ত একটানা চলে দেশের কালজয়ী গান, এসবিএফ’র শিল্পী ইলমা খান, জাহাঙ্গীর যাদু এবং তানহা একে একে পরিবেশন করেন, রাজ কুমার, অভিলাষী মন, উড়াল দিবো আকাশে, বিজলীসহ  বেশ কয়েকটি জনপ্রিয় গান।

এসবিএফ’র যন্ত্র সংগীতে ছিলেন, গিটার জাহাঙ্গীর যাদু বেস গিটারে ইউসুফ, কীবোর্ডে সোহাগ, ড্রামে সুরুজ।

সাংস্কৃতিক পর্বটি যৌথভাবে সঞ্চালনা করেন, রিমা রুবাইয়াত চৌধুরী এবং আব্দুল ওয়াহেদ খান বকুল।

অনুষ্ঠানে ৬০ জন সক্রিয় অনলাইন এক্টিভিস্ট এবং শতাধিক আগত বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলটি ক্ষুদ্র বাংলাদেশে রুপ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *